১০০ ঘণ্টায় ১১৮ কিলোমিটার রাস্তা তৈরি!

Shakil
বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ন, ২৩ মে ২০২৩ | আপডেট: ৬:১২ পূর্বাহ্ন, ২৩ মে ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ছোটখাটো বহু গুরুত্বপূর্ণ রাস্তাঘাট নির্মাণে অদৃশ্য জটিলতায় মাসকে মাস সময় চলে যায় কিন্তু কাজ আর হয় না। অথচ মাত্র ৫ দিনের কম সময়ে তৈরি হল ১১৮ কিলোমিটারেরও বেশি রাস্তা। এই অবিশ্বাস্য কর্মটি সফল করেছেন গাজিয়াবাদ-আলিগড় এক্সপ্রেসওয়ের কর্মী-ঠিকাদাররা। তাদের তত্ত্বাবধানে তৈরি হল বিটুমিনাস কংক্রিট বিছানো মসৃণ কালো হাইওয়ে।

এই ঘটনাটি ঘটেছে ভারতে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি জানান, ৩৪ নম্বর জাতীয় সড়কের অংশ রাস্তাটি। যা গাজিয়াবাদ ও আলিগড়ের মাঝের এই অংশ একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তার মাধ্যমে অনেক কারখানা এলাকা, কৃষি অঞ্চল এবং শিক্ষাপ্রতিষ্ঠান সংযুক্ত হবে। রাস্তাটি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন: ড. ইউনূসের সাক্ষাৎকারে অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের বার্তা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গাজিয়াবাদ-আলিগড় এক্সপ্রেসওয়ের কর্মী-ঠিকাদারদের এই কাজের প্রশংসা করেন। টুইটে তিনি বলেন, ‘খুব গুরুত্বপূর্ণ একটি হাইওয়ে রুটে উল্লেখযোগ্য সাফল্য। এর মাধ্যমেই আরও উন্নত পরিকাঠামোর জন্য কাজের গতি এবং আধুনিক পদ্ধতিকে কাজে লাগানোর প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়।’