সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

সিরিয়ার রাজধানী দামেস্কে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। এ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪ সিরিয়ান সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন। দেশটির রাজধানী দামেস্কে সোমবার ভোরে এ হামলা করা হয়। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানা এ তথ্য জানায়। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, 'রবিবার দিবাগত রাত ২ টা ২০ মিনিটে ইসরায়েলি বাহিনী দখলকৃত সিরিয়ার গোলানের দিক থেকে দামেস্কের আশেপাশের এলাকাগুলোকে লক্ষ্য করে একটি বিমান হামলা চালায়।'
আরও পড়ুন: ইউক্রেন চুক্তি নিয়ে পুতিনের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প, জেলেনস্কির উপস্থিতি নিয়ে নতুন তথ্য
এতে আরও বলা হয়, হামলায় চার সেনা নিহত এবং চারজন আহত হয়েছে।
প্রতিবেদনে কিছু বস্তুগত ক্ষয়ক্ষতিরও রিপোর্ট করেছে এবং বলেছে যে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইসরায়েলের কিছু ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করেছে।
আরও পড়ুন: ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের অভিযানে অংশ নেওয়া পাইলটদের সর্বোচ্চ সামরিক পদক দিলো পাকিস্তান
ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইসরায়েল কয়েক বছর ধরে সিরিয়ায় বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করা শুরু করার পর থেকে সিরিয়ায় ইরানের প্রভাব বেড়েছে।