বাসায় ঢুকে জনপ্রিয় টিকটকারকে গুলি করে হত্যা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ন, ০৩ জুন ২০২৫ | আপডেট: ৫:১৭ পূর্বাহ্ন, ০৩ জুন ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানে অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন সানা ইউসুফ নামের ১৭ বছর বয়সী এক জনপ্রিয় টিকটকার। 

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সোমবার (২ জুন) সন্ধ্যায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জি-১৩ সেক্টরের সুম্বল থানায় এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক: ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘মূল কারণ দূর করতে হবে’

পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তি অতিথির ছদ্মবেশে সানার বাড়িতে প্রবেশ করে এবং গুলি করে তাকে হত্যা করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

সানা ইউসুফ রাজধানী ইসলামাবাদের চিত্রাল এলাকার বাসিন্দা ছিলেন এবং অল্প বয়সেই টিকটকে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার কনটেন্ট মূলত ফ্যাশন, লিপ-সিঙ্ক, জীবনধারা এবং সামাজিক বার্তা নিয়ে তৈরি হতো। তরুণ প্রজন্মের মাঝে তার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন: মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে মামলা, হতে পারে ৩০ বছরের কারাদণ্ড

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করার কয়েক ঘন্টা পরেই টিকটকার সানা ইউসুফকে গুলি করে হত্যা করা হয়, যা তার অনুসারী এবং ভক্তদের মধ্যে এই ট্র্যাজেডির মানসিক ভারকে আরও গভীর করে তুলেছে। এবং জনসাধারণের ব্যক্তিত্ব, বিশেষ করে তরুণীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জন্ম দিয়েছে।

পুলিশ জানিয়েছে, সানা ইউসুফের মৃতদেহ তাৎক্ষণিকভাবে ময়নাতদন্তের জন্য পিআইএমএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।  তদন্ত চলছে, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। আইন প্রয়োগকারী সংস্থা মামলার সকল দিক খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়েছে।

পুলিশের এজন মুখপাত্র বলেন, ‘হত্যাকাণ্ডটি ভুক্তভোগীর বাড়ির ভেতরেই ঘটেছে এবং মনে হচ্ছে তার পরিচিত কেউ এটি করেছে’। 

সুম্বল থানার এসএইচও মালিক আসিফও বিষয়টি নিশ্চিত করে বলেছেন যে সন্দেহভাজন ব্যক্তি একজন পরিচিত অতিথির ছদ্মবেশে এসেছিলেন, যা তাদের দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত দেয়।