৭ মিনিটের অভিযানে ল্যুভর জাদুঘর থেকে ৮ রত্ন চুরি

প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘরে মাত্র সাত মিনিটের এক অভিযানে রাজকীয় ৮টি মূল্যবান রত্ন চুরির ঘটনা ঘটেছে, যা ইতিহাসে অন্যতম সাহসী চুরি হিসেবে বিবেচিত হচ্ছে।
রোববার (১৯ অক্টোবর) সকালে স্বাভাবিকভাবেই দর্শনার্থীদের জন্য ল্যুভর জাদুঘর খোলা হয়। কিন্তু অল্প কিছুক্ষণ পরই দক্ষিণ পাশের বারান্দা বেয়ে ওঠে দুই চোর। তারা একটি ট্রাকের ওপর বসানো বৈদ্যুতিক মই ব্যবহার করে দ্বিতীয় তলায় প্রবেশ করে। প্যারিসে আসবাবপত্র পরিবহনে এই ধরনের মই সাধারণত ব্যবহৃত হয়, তাই ঘটনাটি পথচারীদের চোখে সন্দেহজনক মনে হয়নি।
আরও পড়ুন: হংকংয়ে রানওয়ে থেকে ছিটকে সাগরে কার্গো বিমান, নিহত ২
দ্বিতীয় তলায় ওঠার পর গ্রাইন্ডার দিয়ে জানালার কাচ কেটে ভিতরে প্রবেশ করে চোরেরা, ফলে নিরাপত্তা অ্যালার্ম বাজতে শুরু করে। কিন্তু তারা ততক্ষণে ঢুকে পড়ে জাদুঘরের বিখ্যাত অ্যাপোলো গ্যালারিতে, যেখানে সংরক্ষিত ছিল ফ্রান্সের রাজপরিবারের গয়না ও রত্ন।
চোরেরা মুহূর্তের মধ্যে দুটি কাচের তাক ভেঙে আটটি মূল্যবান বস্তু নিয়ে নেয়। এর মধ্যে ছিল রাজকীয় নীলা নেকলেস, পান্না সেট, কানের দুল এবং তৃতীয় নেপোলিয়নের স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনির টিয়ারা (মুকুট)।
আরও পড়ুন: গাজায় ৪৫ ফিলিস্তিনি হত্যার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা ইসরায়েলের
‘নিউ ইয়র্ক টাইমস’ জানায়, দক্ষিণ পাশের নিচে অপেক্ষা করছিল স্কুটার নিয়ে আরও দুই সহযোগী। চোরেরা পরিকল্পনা অনুযায়ী নিচে নেমে স্কুটারে চড়ে পালিয়ে যায়। পুরো ঘটনা ঘটে মাত্র ৭ মিনিটে।
ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি একটি পরিকল্পিত ও সংঘবদ্ধ অপরাধচক্রের কাজ, এবং এ নিয়ে ৬০ জন তদন্তকারী কর্মকর্তার একটি বিশেষ দল কাজ শুরু করেছে।
প্যারিসের মেয়র এরিয়েল ওয়েইল বলেন, “এটি কোনও সিনেমার দৃশ্য নয়, দিনের আলোয় ফ্রান্সের ঐতিহ্যের রত্ন চুরি হয়ে গেছে। এটি শুধু আর্থিক ক্ষতি নয়, আমাদের ইতিহাসেরও এক অপূরণীয় ক্ষতি।”