নিউইয়র্কে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১:৫২ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিউইয়র্ক সিটিতে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি ৩৪ বছর বয়সে মেয়র নির্বাচিত হয়েছেন। এনবিসি নিউজের এক্সিট পোল অনুযায়ী মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে সহজ ব্যবধানে পরাজিত করেছেন।

 মামদানির জয় প্রগতিশীল ভোটারদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিছু রিপাবলিকান এবং মধ্যপন্থী ডেমোক্র্যাট নেতাদের মধ্যে ক্ষোভও দেখা দিয়েছে।

আরও পড়ুন: নতুন পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে রাশিয়া: পুতিন

মামদানির নির্বাচনকালীন প্রচারণা ছিল সীমিত বাজেট ও সামাজিক যোগাযোগমাধ্যম কেন্দ্রিক। মাত্র এক বছরে অখ্যাত স্টেট অ্যাসেম্বলিম্যান থেকে নিউইয়র্কের ১১১তম মেয়রের পদে ওঠা তার জন্য অভূতপূর্ব অর্জন। নির্বাচনী ফলাফলে দেখা গেছে, ৪৫ বছরের নিচের ভোটারদের মধ্যে তিনি কুয়োমোর চেয়ে ৪৩ পয়েন্টে এগিয়ে ছিলেন।

মেয়র হিসেবে তার প্রধান নীতি-সূচি অন্তর্ভুক্ত:

আরও পড়ুন: মুসলিম দেশগুলোতে প্রায় ৩০ লাখ মানুষ হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা

* ভাড়া নিয়ন্ত্রিত ফ্ল্যাটে ভাড়া বৃদ্ধিতে স্থগিতাদেশ

* সার্বজনীন শিশুসেবা

* বিনামূল্যে বাস চলাচল

* সিটি করপোরেশন পরিচালিত মুদি দোকান চালু

মামদানির মুসলিম পরিচয় ও ফিলিস্তিনপন্থী অবস্থান নিয়ে নির্বাচনের সময় বিতর্ক থাকলেও ভোটাররা মূলত জীবনযাত্রার ব্যয় সংকট ও প্রগতিশীল নীতিকে গুরুত্ব দিয়েছেন। নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ইহুদি ভোটারদের মধ্যে কুয়োমো এগিয়ে ছিলেন ৬০% ভোটে, মামদানি পেয়েছেন ৩১%।

নিউইয়র্কের ইতিহাসে তিনিই প্রথম মুসলিম মেয়র, যা যুক্তরাষ্ট্রে প্রগতিশীল রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।