শিলিগুড়িতে বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা ব্যবসায়ীদের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:২৬ অপরাহ্ন, ২৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশি নাগরিকদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কথিত রাজনৈতিক অস্থিরতা ও ‘ভারতবিরোধী’ মনোভাবের অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া*। সংগঠনটির জয়েন্ট সেক্রেটারি উজ্বল ঘোষ জানান, ২০২৪ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় মানবিক বিবেচনায় শিক্ষার্থী ও চিকিৎসার উদ্দেশ্যে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছিল।

আরও পড়ুন: মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ১০

তবে বর্তমানে সেই শিথিলতাও আর থাকছে না বলে জানিয়েছেন তিনি। উজ্বল ঘোষ বলেন, বাংলাদেশে কথিত সহিংসতা এবং ভারতবিরোধী বক্তব্যের প্রেক্ষাপটে এখন থেকে কোনো বাংলাদেশি নাগরিককেই হোটেল ভাড়া দেওয়া হবে না।

তার দাবি অনুযায়ী, সংগঠনটির আওতায় শিলিগুড়িতে প্রায় ১৮০টি হোটেল রয়েছে এবং সবগুলোই এই সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করবে। এ ছাড়া সংগঠনের বাইরে থাকা আরও অন্তত ৫০টি হোটেলও বাংলাদেশিদের হোটেল ভাড়া দিচ্ছে না বলে একটি সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় আইএস লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রতিবছর বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষা, চিকিৎসা ও পর্যটনের উদ্দেশ্যে শিলিগুড়ি সফর করে থাকেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি ভ্রমণকারীদের ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।