করাচিতে সরাসরি ফ্লাইট চালুর ছাড়পত্র পেল বিমান বাংলাদেশ, কবে শুরু হচ্ছে?

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ন, ০২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৩৫ অপরাহ্ন, ০২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) ফেডারেল সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের পর এই ছাড়পত্র দিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।

স্থানীয় সময় শুক্রবার (২ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতির ধারাবাহিকতায় সরাসরি ফ্লাইট পুনরায় চালুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের দুবাই কিংবা দোহা হয়ে ভ্রমণ করতে হচ্ছে।

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ছয়

সূত্র জানায়, প্রাথমিকভাবে ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনার এই অনুমোদন ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এরপর প্রয়োজন অনুযায়ী অনুমোদন পুনর্বিবেচনা করা হতে পারে।

অনুমোদন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে নির্ধারিত ও অফিসিয়ালি অনুমোদিত রুট ব্যবহার করেই পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে হবে। পাশাপাশি ঢাকা থেকে ফ্লাইট ছাড়ার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটের বিস্তারিত তথ্য জানাতে হবে। অপারেশনাল সমন্বয় ও নিরাপত্তা সংক্রান্ত সব শর্ত কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা দিয়েছে পাকিস্তানের সিএএ।

আরও পড়ুন: ‘শক্তির সঙ্গে শহীদ সোলাইমানির পথ অনুসরণ করবে ইরান’

সিএএ সূত্র আরও জানিয়েছে, জানুয়ারি মাসের শেষের দিকে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান জানিয়েছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করাচি রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে।