খামেনিকে সরানোর ইঙ্গিত, ইরানে নতুন নেতৃত্বের প্রয়োজন: ট্রাম্প

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:৫০ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারবিরোধী বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানির পর ইরানে নতুন নেতৃত্ব প্রয়োজন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বক্তব্যের মাধ্যমে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

শনিবার (১৭ জানুয়ারি) সংবাদমাধ্যম পলিটিকো-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।

আরও পড়ুন: ফুটবল মাঠেই ১১ জনকে গুলি করে হত্যা

বিক্ষোভকারীদের ওপর কঠোর দমন-পীড়নের জন্য খামেনির তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন, একজন দেশের নেতা হিসেবে তিনি যা করেছেন, তা ইরানের জন্য সম্পূর্ণ ধ্বংসাত্মক। বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে মাত্রার সহিংসতা চালানো হয়েছে, তা আগে কখনো দেখা যায়নি।

তিনি আরও বলেন, একটি দেশ পরিচালনা করতে হলে নেতৃত্বের মূল ভিত্তি হওয়া উচিত শ্রদ্ধা। ভয় বা মৃত্যুর মাধ্যমে দেশ চালানো যায় না। কয়েক হাজার মানুষ হত্যা করে দেশের নিয়ন্ত্রণ ধরে রাখাকে নেতৃত্ব বলা যায় না।

আরও পড়ুন: পাকিস্তানে সতর্কতা জারি, ভ্রমন এড়ানোর পরামর্শ

ট্রাম্প দাবি করেন, ইরানের নেতৃত্বের উচিত দেশের শাসনব্যবস্থা সঠিকভাবে পরিচালনায় মনোযোগ দেওয়া, যেমনটা তিনি যুক্তরাষ্ট্রে করেছেন বলে উল্লেখ করেন।

এদিকে ট্রাম্পের এই বক্তব্যের আগেই তার কঠোর সমালোচনা করেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে বলেন, ইরানের জনগণের ওপর চলমান ধ্বংসযজ্ঞের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই দায়ী। খামেনির অভিযোগ, বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেশটিতে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়, যা ৮ ও ৯ জানুয়ারি ব্যাপক সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভ দমনে ইরানের নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানের ফলে মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে এ পর্যন্ত অন্তত তিন হাজার মানুষ নিহত হয়েছেন।

সূত্র: পলিটিকো