ডাকসু নির্বাচন নিয়ে আর কোনো রিট শুনবেন না হাইকোর্ট

ছবিঃ সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সংক্রান্ত কোনো রিট আর আমলে নেবেন না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
আরও পড়ুন: স্পেশাল ম্যাজিস্ট্রেট ছয় মাসে ৫৫৫৮ টি মামলা নিষ্পত্তি
সেদিন প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে রিট করেন মো. জুলিয়াস সিজার তালুকদার। তবে এ রিট শুনতে অপারগতা প্রকাশ করেন সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতিরা।
আদালত জানায়, ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে ইতোমধ্যেই সিদ্ধান্ত হয়েছে। তাই এ বিষয়ে নতুন করে কোনো রিট হাইকোর্ট শুনবে না।