নুরুল হক নুর ও তার দলের ওপর হামলা, নিন্দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:২৩ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ কর্মসূচিতে যৌথবাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনায় ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ তার দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধা ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম অগ্রণী মুখ নুরুল হক নুরের ওপর হামলা অভ্যুত্থানোত্তর বাংলাদেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তারা বলছে, এ হামলা আওয়ামী লীগকে পুনর্বাসনের ঘৃণ্য ষড়যন্ত্রের অংশ এবং এটি জুলাই শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

আরও পড়ুন: বিশিষ্ট শিক্ষাবিদ মাহমুদ উল্লাহ’র মৃত্যুতে ‘আমরা বিএনপি পরিবার’-এর শোক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি, জাতীয় পার্টি অতীতেও আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ক্ষমতাসীনদের সহযোগী হয়ে কাজ করেছে। তাই আওয়ামী লীগ ও তার দোসররা নতুন বাংলাদেশের রাজনীতিতে আর কোনোভাবেই প্রাসঙ্গিক নয়।

সংগঠনটি সেনাবাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীকে দেওয়া ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হলেও তা আন্দোলন দমনে ব্যবহার করা হচ্ছে। তারা মনে করে, এ ধরনের ঘটনা অভ্যুত্থানোত্তর বাংলাদেশে ভয়ংকর দমননীতির ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন: জাতীয় পার্টি ও গণঅধিকার সংঘর্ষের নেপথ্যে কী

এছাড়া সংগঠনটি অভিযোগ করে, পুলিশ সংস্কারের নামে এখনো দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি। তারা জানায়, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার দায়ে কলঙ্কিত পুলিশের সংস্কার এখন সময়ের দাবি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ সতর্ক করে বলেন, অতিদ্রুত পুলিশ সংস্কারে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে, অন্যথায় শিগগিরই কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।