শ্রীপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় ডা. বাচ্চুর

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:৫০ পূর্বাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে গাজীপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১ টার সময় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।

আরও পড়ুন: সাতক্ষীরা তালায় ঘেরের আইলে সবজি চাষ, কৃষিতে সম্ভাবনার হাতছানি

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব এবং সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ।

গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রফেসর জসিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং এড মামুনুর রশিদ ও মোতাহার হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক এস এম মাহফুল হাসান হান্নান, অধ্যক্ষ আব্দুল হান্নান সজল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মো: নুরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক মনি, আইনউদ্দিন মাস্টার, ও মহিলা অভিভাবক মাজেদা আক্তার, বিএনপি নেতা উজ্জ্বল প্রমুখ।

আরও পড়ুন: সাতক্ষীরায় ধানের শীষের কান্ডারী হিসেবে আলোচনার শীর্ষে এইচ. এম. রহমত উল্লাহ পলাশ

অভিভাবক সমাবেশ শেষে বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য মরহুম অ্যাডভোকেট আফতাব উদ্দিন খোকার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।