শ্রীপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:০৩ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‌্যালি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন: দেশ শান্ত থাকলে যাদের মন খারাপ হয় তারাই পিআর চায়: ড. মনিরুজ্জামান

শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে, সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় মাওনা উড়ালসেতুর নিচে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, আহসান কবির প্রমুখ।

আরও পড়ুন: এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই: খোকন

আনন্দ র‌্যালিতে শ্রীপুর পৌর বিএনপির অধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ শিক্ষক, আলেম-ওলামাগণ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।