নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে, হাইকোর্টের রায়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিলেও দলগুলোকে নিজ নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করতে হবে—এ বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে জোট গঠনকারী কোনো রাজনৈতিক দলই অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবে না বলে নিশ্চিত হয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা : স্বামীসহ গৃহকর্মী রিমান্ডে
আইনজীবীরা জানিয়েছেন, রুল খারিজ হওয়ার ফলে নির্বাচন কমিশনের বিদ্যমান বিধানই বহাল রইল। এখন থেকে জোট বা মহাজোট গঠন করা হলেও প্রতিটি রাজনৈতিক দলকে তাদের স্ব-স্ব দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে হবে।
এ বিধান অনুসারে কোনো দল অন্য দলের প্রতীকে ভোটে অংশ নিতে পারবে না এবং জোটভুক্ত দলগুলোর প্রত্যেকের জন্য স্বতন্ত্র প্রতীকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।





