জুলাই–আগস্ট হত্যাযজ্ঞ মামলা

ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩২ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৫৩ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ শুক্রবার (১৮ ডিসেম্বর) জুলাই–আগস্টের হত্যাযজ্ঞ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

দুপুরে ট্রাইব্যুনালের নির্দেশে আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। প্রসিকিউশনের দাখিল করা অভিযোগে বলা হয়েছে, ওবায়দুল কাদেরের উস্কানি ও নির্দেশনায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর দমন ও নিপীড়ন চালিয়েছে।

আরও পড়ুন: ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

ওবায়দুল কাদের ছাড়া বাকি আসামির মধ্যে আছেন—আওয়ামী লীগ নেতা আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলি আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও ওয়ালি হাসান ইনান।

এর আগে বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে প্রসিকিউশন তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছিল। অভিযোগে জুলাই–আগস্টের আন্দোলন দমন, হত্যাযজ্ঞ ও অন্যান্য গুরুতর অপরাধের উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: সুব্রত বাইনের মেয়ে বিথী কারাগারে, রিমান্ড শুনানি আগামীকাল