ঈদের আগে ফ্রিজের যত্নে কি করবেন?
কোরবানি ঈদের আর বাকি কয়েকদিন। প্রস্তুতি হিসেবে ঈদের আগে ফ্রিজ পরিষ্কার করা অত্যন্ত জরুরি। কারণ কোরবানির মাংস ফ্রিজে সংরক্ষণ করা হবে।
ফ্রিজের ভেতরে মাছ বা মাংসের জমে থাকা রক্ত থেকে ব্যাকটেরিয়া ছড়াতে পারে। তাই ঈদের আগে এখন থেকেই ফ্রিজ পরিষ্কারে করতে সময় বের করুন। অনুসরণ করুন আমাদের কিছু পরামর্শ:
আরও পড়ুন: কানের ব্যথা নয়তো ক্যানসারের সতর্ক সংকেত, বুঝবেন যেভাবে
> ফ্রিজ পরিষ্কার করার আগে ফ্রিজ ডিফ্রোস্ট করে নিন।
> পরিষ্কারের পূর্বে প্রথমেই ফ্রিজের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে ফেলুন।
আরও পড়ুন: রাতে ঘুম ভেঙে বারবার প্রস্রাব? হতে পারে শরীরের গোপন সতর্ক সংকেত
> কিছুক্ষণ অপেক্ষা করুন। ভেতরের আবহাওয়া স্বাভাবিক হতে দিন।
> দুই-তিন ঘণ্টা পর সংরক্ষিত খাদ্য বের করুন।
> পরিষ্কারের জন্য পানিতে সামান্য ডিটারজেন্ট ভিজিয়ে নিন।
> প্রচুর পানি দিয়ে ফ্রিজ পরিষ্কার করা থেকে বিরত থাকুন।
> ডিটারজেন্টের পানি দিয়ে ফ্রিজের কোণ পরিষ্কার করুন।
> মাছ-মাংসের রক্ত জমে থাকলে তা বের করে তারপর ডিটারজেন্টের পানি দিয়ে মুছুন।
> খসখসে কাপড় দিয়ে ফ্রিজ পরিষ্কার করাবেন না।
> ফ্রিজের কোণের রাবার দীর্ঘদিন পরিষ্কার না করায় আঠালো হয়ে গেলে তা পানিতে বেকিং সোডা মিশিয়ে পরিষ্কার করুন।
> ফ্রিজে দুর্গন্ধ ছড়ানোর আশঙ্কা থাকলে পানিতে বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে নিন। তারপর মুছুন।
> কাপড় দিয়ে ফ্রিজ মোছার পর টিস্যু দিয়ে আবার তা মুছে ভালো মত শুকিয়ে নিন।
> ফ্রিজের ভিতরে কাটা লেবুর টুকরা রাখুন। লেবু খারাপ গন্ধ শোষণ করে এবং ফ্রিজের সুগন্ধ ধরে রাখে।
ফ্রিজের ভেতরের অংশ পরিষ্কার করার পর এখন ফ্রিজের বাইরের অংশ পরিষ্কার করার জন্য প্রথমে ফ্রিজের ওপরে রাখা ফ্রিজের কভারটি সরিয়ে তারপর সেখান থেকে আবর্জনা পরিষ্কার করুন। ফ্রিজ ক্লিনার দিয়ে উপরের অংশে স্প্রে করুন এবং শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছুন। ফ্রিজের উপরের অংশ যদি খুব নোংরা হয় তবে আপনি একটি ভাল ডিশ ওয়াশারও ব্যবহার করতে পারেন এবং এটি পরিষ্কার করার জন্য কাপড়ের পরিবর্তে স্পঞ্জ ব্যবহার করা ভালো।





