সর্দি-কাশি সারাতে মধু

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৩ | আপডেট: ৭:৪৭ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বছর ঘুরে আবার আসছে শীত ঋতু। বদলাচ্ছে আবহাওয়া। এই সময় আপনার ও আপনার পরিবারের কারো না কারো সর্দি-কাশি লেগে যাওয়া খুব স্বাভাবিক। অসুস্থ হয়ে যাওয়ার কঠিন সময়ে ও অসুখে পরার আগে মধু হতে পারে সবচেয়ে বড় সমাধান। শীতে সর্দি-কাশি থেকে রেহাই পেতে মধু খান নিয়মিত। মধু ব্যবহার করুন এভাবে:

চা ও মধু

আরও পড়ুন: রাতে ঘুম ভেঙে বারবার প্রস্রাব? হতে পারে শরীরের গোপন সতর্ক সংকেত

সর্দি-কাশি দূর করতে মধু অনেক উপকারি। শীতে রঙ চা খাওয়াই ভালো। রঙ চায়ে চিনি মেশাবেন না। চিনির বদলে মধু মিশিয়ে নিন।

লেবু ও মধু

আরও পড়ুন: সারাদিন সতেজ ও ক্লান্তিহীন থাকতে খাদ্যাভ্যাসে আনুন এই ৫ পরিবর্তন

শীতের সময় সর্দি-কাশির বিরুদ্ধে লেবু আর মধু দুটোই কার্যকর। চায়ের সঙ্গে লেবু আর মধু যুক্ত করে খেলে অ্যান্টি-অক্সিডেন্টের গুণ ভালোভাবে পাচ্ছেন। রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে। 

মধু ও পানি

সর্দি ও কাশির সমস্যা বেশি হলে আর রাতে কফ বাড়লে গরম পানির সঙ্গে মধু মিশিয়ে নিন। তবে খেয়াল রাখবেন পানি যেন বেশি গরম না হয়। সহনশীল গরম পানিতে মধু মিশিয়ে খেয়ে ফেলুন। এতে আরাম পাবেন। কফ-কাশি কমে যাবে।