যদি ঐক্যবদ্ধ না হই, রাষ্ট্র বিপন্ন হয়ে যাবে: মতিউর রহমান চৌধুরী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৩৫ অপরাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘আগামী দিনে চ্যালেঞ্জ যেটা আসছে, তা মোকাবিলা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, রাষ্ট্র বিপন্ন হয়ে যাবে। সেই রাষ্ট্রের যদি অস্তিত্ব বিপন্ন হয়ে যায়, তাহলে আমরা কেউই থাকব না।’ – বলেছেন মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

রোববার দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে বিএনপি আয়োজিত গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: জাতীয় প্রেসক্লাবের নির্বাচন স্থগিত

মতিউর রহমান চৌধুরী বলেন, “একটা অস্থির সময়। কঠিন সময়। দেশটা দু’ভাগে বিভক্ত। বিভাজনের মধ্যে কথা বলাও খুব কঠিন। তবে আজকের এই অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লেগেছে, কারণ বিএনপির যে তিনজন নেতা বক্তৃতা করেছেন, আগামী দিনে দলটি ক্ষমতায় এলে মিডিয়া পলিসি কী হবে, তা স্পষ্ট। আমি আশাবাদী হতে চাই যদি এর কিছু বাস্তবায়ন হয়।”

তিনি আরও বলেন, “মিডিয়াও অস্থির। সোশ্যাল মিডিয়ার যুগে কথা বলাও কঠিন। যদি মিডিয়া পলিসি বাস্তবায়িত হয়, বাংলাদেশের মিডিয়া সামনের দিকে এগিয়ে যাবে। অনেক চ্যালেঞ্জ সামনে। তারেক রহমান এমন এক সময়ে আসছেন, যখন দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিরাপত্তা। মানুষ নিজেকে নিরাপদ ভাবতে চায়, কিন্তু তা সম্ভব হচ্ছে না।”

আরও পড়ুন: দা ফ্রন্ট পেজ : বাংলাদেশে ক্ষুদ্রাকৃতির ডিজিটাল সংবাদকে নতুন ভাবে সংজ্ঞায়িত করেছে

মতিউর রহমান চৌধুরী বলেন, “ডেইলি স্টার ও প্রথম আলোর উপর হামলা হলো। এরপর কী হবে কেউ জানে না। সে কারণে এই অবস্থায় বিএনপির কাছে মানুষের প্রত্যাশা সবচেয়ে বেশি। বিএনপি মানুষের পাশে থাকবে। তারেক রহমান আসবেন। তিনি সেই প্রতিশ্রুতি দেবেন।”

তিনি আরও বলেন, “আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, রাষ্ট্র বিপন্ন হয়ে যাবে। সেই রাষ্ট্রের যদি অস্তিত্ব বিপন্ন হয়, তাহলে আমরা কেউই থাকব না। আগামী দিনের সুন্দর ভবিষ্যত, তারেক রহমানের আগমনকে আমি শুভেচ্ছা জানাই। আমি মনে করি তিনি এলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেনসহ বিএনপির নেতৃবৃন্দ। এতে দেশের জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন ও রেডিওতে কর্মরত সম্পাদক, যুগ্ম সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।