বিইউজেইউ এর আত্মপ্রকাশ, সভাপতি কামাল-মহাসচিব কলি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:১৭ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫
সভাপতি কামাল-মহাসচিব কলি। ছবিঃ সংগৃহীত
সভাপতি কামাল-মহাসচিব কলি। ছবিঃ সংগৃহীত

দেশ ও জাতির স্বার্থে নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংবাদিক পেশার মর্যাদা রক্ষার লক্ষ্যে বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক ইউনিয়ন (বিইউজেইউ) আত্মপ্রকাশ করেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) অনলাইন মাধ্যমে আয়োজিত বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য (২০২৬-২০২৭) ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: যদি ঐক্যবদ্ধ না হই, রাষ্ট্র বিপন্ন হয়ে যাবে: মতিউর রহমান চৌধুরী

এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. কামাল হোসেন (আরটিভি) এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন নুরুন্নাহার চৌধুরী কলি (শেয়ার বিজ)। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আরাফাত হোসেন (যুগের চিন্তা)।

অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কবাইয়াত রিক্তা (ঢাকা জার্নাল) ও মাহফুজ উদ্দিন যান (আরটিএনএন নিউজ)। সহকারী মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন মো. মোজাহিদুল ইসলাম নাঈম (ঢাকা টাইমস) ও মো. আজাদ হোসেন ফারুক (সময়ের আলো)। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন হোসাইন নূর (নয়া দিগন্ত) এবং দফতর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন (কালের কণ্ঠ)। প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. সাইমন আনাম সাজিদ (সোনালী নিউজ)।

আরও পড়ুন: জাতীয় প্রেসক্লাবের নির্বাচন স্থগিত

এছাড়া, নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ওমর ফারুক (বাংলাদেশ জার্নাল), সালেকজ্জামান রাজিব (ব্রেকিং নিউজ), খালিদ আহমেদ (বঙ্গলাবাজার পত্রিকা) এবং জুয়েল রানা জানি (বঙ্গলাভিশ্ব)।

বিইউজেইউ-এর আত্মপ্রকাশে সাংবাদিক পেশার উন্নয়ন, তরুণদের নেতৃত্ব বৃদ্ধি এবং সাংবাদিকিতার মান রক্ষার লক্ষ্যকে কেন্দ্র করে আগামীদিনে বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।