ডিএমপির ১০ এডিসি ও ৬ এসির বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পদমর্যাদার ১০ জন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
আরও পড়ুন: আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন
বৃহস্পতিবার (১১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, এক অফিস আদেশে ডিএমপির এডিসি ও এসি পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: ‘জামিন পাওয়ার পর এক ক্লিকেই আদেশ যাবে কারাগারে, কমবে হয়রানি’