জনপ্রশাসনের বিদায়ী সচিব আলী আজম পিএসসির সদস্য নিযুক্ত

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২২ | আপডেট: ৭:১০ পূর্বাহ্ন, ০৫ নভেম্বর ২০২২
কে এম আলী আজম
কে এম আলী আজম

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদায়ী জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজমকে। আলী আজমকে নিয়ে পিএসসির সদস্য সংখ্যা দাঁড়াল ১৩ জনে।

চাকরির মেয়াদ শেষে বুধবার অবসরে যাওয়ার কথা ছিল আলী আজমের। নতুন জনপ্রশাসন সচিব হিসেবে সোমবার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর নামও ঘোষণা করা হয়।

আরও পড়ুন: সিএমপির সাংবাদিক নির্যাতন: ঘুসি আকবরের পর ডিসি আমিরুল

এরপর মঙ্গলবার এক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে বিদায়ী সচিব আলী আজমকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

দায়িত্ব নেওয়ার দিন থেকে পাঁচ বছর মেয়াদে বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে আসবে, সে সময় পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করতে পারবেন।

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

আলী আজম জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসার আগে শিল্প মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।