ঢাকায় ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ

Shakil
বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৬:৫৪ পূর্বাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ৫:১৬ পূর্বাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৩
ফোকাস বাংলা
ফোকাস বাংলা

দুই দিনের সফরে ঢাকা পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। রবিবার (১০ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে স্বাগত জানান। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

আরও পড়ুন: চট্টগ্রাম কাস্টম হাউজে একযোগে ২৯ কর্মকর্তার বদলি

নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে বাংলাদেশ সফরে এসেছেন তিনি। গত ৩৩ বছরে কোনো ফরাসি প্রেসিডেন্টের এই প্রথম ঢাকায় সফরে আসলেন।

রবিবার রাতে রাজধানীর একটি হোটেলে মাখোঁ সম্মানে প্রধানমন্ত্রী নৈশভোজের আয়োজন করেছেন।

আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে আ. লীগ-ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে মাখোঁ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। এরপর ২ নেতা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ফরাসি প্রেসিডেন্টে দুপুর ২টায় ঢাকা ত্যাগের কথা রয়েছে।