সব বিভাগে দুর্নীতি ক্যানসারের মতো ছেয়ে গেছে: নবনিযুক্ত প্রধান বিচারপতি

বিচার বিভাগসহ দেশের সব বিভাগে দুর্নীতি ক্যানসারের মতো ছেয়ে গেছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বললেন, এই ক্যান্সার থেকে মুক্তি পাওয়াই বড় চ্যালেঞ্জ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) উচ্চ আদালতে দুপুর ১২টার দিকে এসব কথা বলেন সদ্য নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি।
আরও পড়ুন: জুলাই সনদ সম্পর্কে আদালতে রাজনৈতিক দলগুলো কোন প্রশ্ন তুলতে পারবে না
ওবায়দুল হাসান বলেন, বিচার বিভাগ রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে না। রাজনীতি করুন, তবে বিচার বিভাগকে রাজনীতির সাথে জড়াবেন না। বিচার বিভাগের ওপর আস্থার যে ঘাটতি রয়েছে, তা শুধু বিচারকদের কারণে নয়, এই বিভাগ সংশ্লিষ্ট সবার জন্যই এমন পরিস্থিতি।
কাজের মাধ্যমে এ অবস্থার উত্তরণ ঘটবে উল্লেখ করে তিনি আরও বলেন, সামাজিক পরিবর্তন না আসলে শুধু মামলা করে অপরাধ দূর করা যাবে না ।
আরও পড়ুন: আন্দোলনরত শিক্ষকরা ফের শহীদ মিনারে, কাল শাহবাগে ‘ব্লকেড’ কর্মসূচির ঘোষণা