জুলাই বিপ্লবে আহতদের দেওয়া হবে স্বাস্থ্য কার্ড আজ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ন, ০১ জানুয়ারী ২০২৫ | আপডেট: ১২:০৪ অপরাহ্ন, ০১ জানুয়ারী ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই বিপ্লবে আহতদের হাতে আজ স্বাস্থ্যকার্ড তুলে দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ কার্ড তুলে দেবেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বছরের প্রথম দিনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষ ইউনিক আইডি কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে আহত যোদ্ধারা আজীবন বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন।  

আরও পড়ুন: লাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এর আগে, গত ১৪ নভেম্বর সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আহত যোদ্ধাদের সঙ্গে ছয় উপদেষ্টার এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আহতদের জন্য সারা দেশে সরকারি হাসপাতালগুলোতে বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে।  

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান জানিয়েছিলেন, আহতদের জন্য ইউনিক আইডি কার্ড ইস্যু করা হবে, যা সরকারি ও সরকারি চুক্তিবদ্ধ বেসরকারি হাসপাতালগুলোতে আজীবন বিনামূল্যে সেবা প্রদানে সহায়ক হবে।  

আরও পড়ুন: যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের কাছে দেশ নিরাপদ নয় : সালাম আজাদ

এ ছাড়া, সব সরকারি হাসপাতালে তাদের চিকিৎসার জন্য বিশেষ বেড ডেডিকেটেড রাখা হবে এবং ঢাকার সব হাসপাতালকে একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সাপোর্ট সেন্টার চালু করে আহতদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সমাধান নিশ্চিত করা হবে।