আওয়ামী লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ন, ১০ মে ২০২৫ | আপডেট: ১২:২২ অপরাহ্ন, ১৩ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়ায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শনিবার (১০ মে) শাহবাগের গণজমায়েত থেকে রাত পৌনে নয়টার দিকে হাসনাত আবদুল্লাহ এ ঘোষণা দেন।

আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে আ. লীগ-ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

এ সময় হাসনাত বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার থেকে এখন পর্যন্ত আমরা কোনো রোডম্যাপ পাইনি। আর এক ঘণ্টার মধ্যে যদি কোনো ধরনের সুস্পষ্ট ঘোষণা না পাই তাহলে আমরা মার্চ টু যমুনা ঘোষণা করব।’

তিনি আরও বলেন, ‘আমাদের কর্মসূচি অনুযায়ী, ইন্টারকন্টিনেন্টালের পাশে রাজসিকের মোড়ে আমরা অবস্থান করব। 

আরও পড়ুন: সরকারি প্রশিক্ষণে বাড়লো ভাতা ও সম্মানী

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘উপদেষ্টাদের স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কোনো গড়িমসি করবেন না। আমরা আপনাদের এখন পর্যন্ত বিশ্বাস করি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলেন।’