জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্তের আশা: আলী রীয়াজ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ন, ২০ জুলাই ২০২৫ | আপডেট: ১২:২৩ অপরাহ্ন, ২০ জুলাই ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। ছবিঃ সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। ছবিঃ সংগৃহীত

জাতীয় ঐকমত্য সনদ প্রস্তুতের কাজ অনেকটাই এগিয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি জানিয়েছেন, চলতি জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ চূড়ান্ত করা যেতে পারে। রোববার (২০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৫তম দিনের আলোচনার শুরুতে এসব কথা বলেন তিনি।আলী রীয়াজ বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে ৩১ জুলাইয়ের মধ্যে একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছানো—যেটা আপনাদের, আমাদের এবং দেশের জনগণের অভিপ্রায়।

উচ্চকক্ষ গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন মতামত পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আশা করেছিলাম শুক্রবার ও শনিবার আলোচনা শেষে কমিশনের সিদ্ধান্ত জানাতে পারব। তবে সিদ্ধান্ত হয়েছে বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনার দরকার রয়েছে। উচ্চকক্ষ প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মতামত, সম্ভাব্য প্রতিক্রিয়া এবং কাঠামোসহ অন্যান্য বিষয় বিবেচনায় এনে আগামী দুই-তিন দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন: সিএমপির সাংবাদিক নির্যাতন: ঘুসি আকবরের পর ডিসি আমিরুল

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা প্রসঙ্গে আলী রীয়াজ জানান, ইতোমধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি’র পক্ষ থেকে প্রস্তাব এসেছে। এসব প্রস্তাব পর্যালোচনা করে কমিশন সমন্বিত একটি প্রস্তাব তৈরি করেছে।

তিনি বলেন, বিগত ১৪ বছর ধরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে যে লড়াই চলছে, তাতে আমরা একমত হয়েছি। এখন প্রধান উপদেষ্টার কাঠামো নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাতে পারব বলে আমরা বিশ্বাস করি।

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও ড. আইয়ুব মিয়া।