ফজলুল হক বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা সদস্য হনুফা বেগম মারা গেছেন
ফজলুল হক বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও শিক্ষানুরাগী প্রয়াত ফজলুল হকের সহধর্মিণী হনুফা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন।
হুনুফা বেগমের ছেলে নাজমুল হক বলেন, বার্ধক্যজনিত কারণে বেশ কদিন ধরেই মা চলাফেরা করতে পারছিলেন না। সম্প্রতি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। এরপর উত্তরার মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।
আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে
ওই দিন আশকোনা বাজার জামে মসজিদে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ এশা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাব গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১৯৯০ সালে হজ্জ্বক্যাম্প সংলগ্ন আশকোনা এলাকায় ফজলুল হক ও তাঁর সহধর্মিণী হনুফা বেগম ফজলুল হক বিদ্যানিকেতন গড়ে তোলেন।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি





