প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর কাল, সই হবে ৫টি সমঝোতা স্মারক

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের সরকারি সফরে আগামীকাল সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন। সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন তিনি। বৈঠকে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
রোববার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জননৈতিক অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) শাহ আসিফ রহমান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর
শাহ আসিফ রহমান জানান, সফরের প্রথম দিন মালয়েশিয়ায় পৌঁছালে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দেওয়া হবে এবং স্বাগত জানাবেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
দ্বিতীয় দিন (১২ আগস্ট) পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এরপর যৌথ সংবাদ সম্মেলন ও তাঁর সম্মানে একটি রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে। দিনটির অপরাহ্নে তিনি একটি বিজনেস ফোরামে অংশ নেবেন এবং মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন।
আরও পড়ুন: দুর্নীতির তদন্তে সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নরদের ব্যাংক হিসাব তলব
তৃতীয় দিন (১৩ আগস্ট) প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি কেবাঙ্গসান মালয়েশিয়া (ইউকেএম)-তে যাবেন। সেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও নেগেরি সেমবিলান প্রদেশের রাজা তোয়াংকু মুহরিজ ইবনি আল মারহুম তোয়াংকু মুনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই অনুষ্ঠানে ইউকেএম তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। সফরের অংশ হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি বক্তৃতা দেবেন।
সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার, রোহিঙ্গা প্রত্যাবাসন, গভীর সমুদ্রের সম্পদ ব্যবহার, কৃষি ও দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
ডিজি শাহ আসিফ রহমান জানান, সফরে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনসম্পর্ক উন্নয়নের মতো বিষয়গুলোতে সহযোগিতার পথ খোঁজা হবে। পাশাপাশি আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য এবং আঞ্চলিক বাণিজ্য জোট RCEP (Regional Comprehensive Economic Partnership)-এ বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করা হবে।
এছাড়া রোহিঙ্গা ইস্যুতে আসিয়ান সদস্য রাষ্ট্র, বিশেষ করে মালয়েশিয়ার আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা প্রত্যাশা করবে বাংলাদেশ।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
এই সফর দুই দেশের সম্পর্ক আরও গভীর করবে বলে আশা প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।