মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে যা বললেন পরিবেশ উপদেষ্টা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:১১ পূর্বাহ্ন, ১৮ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন, বিদেশের মিশনগুলো থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর বিষয়ে কোনো লিখিত নির্দেশনা নেই।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদেও এ বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। তবে এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না’ এটি কোনো রাজনৈতিক দলের বক্তব্য। তবে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে

উল্লেখ্য, গত শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের বিভিন্ন অঞ্চলে কর্মরত কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে ফোনে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দিয়েছে। ওয়াশিংটন, দিল্লি, বেইজিংসহ বেশির ভাগ মিশন থেকে ইতোমধ্যেই ছবি সরানো হয়েছে। বর্তমানে বিশ্বের ৮২টি মিশন ও উপমিশনের মধ্যে ৬৫টির বেশি থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে।