গণতান্ত্রিক প্রক্রিয়ার বিলম্বে দেশে সংকট প্রকট হচ্ছে’: আমীর খসরু মাহমুদ চৌধুরী
দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিলম্বের কারণে দেশে সংকট প্রকট হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার দুপুরে গুলশানের লেকশোরে ‘স্কুল অব লিডারশীপ’ আয়োজিত ‘পোস্ট জুলাই পলিটিক্যাল থটস: হুইচ ডিরেকশন বাংলাদেশ ইজ ওয়াকিং’ শীর্ষক আলোচনা সভায় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টাসহ দেশবিদেশের যারা ছিলেন
আমীর খসরু বলেন, ‘‘যেসব দেশ বিপ্লব পরবর্তী সময়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পেরেছে, সেই দেশগুলো আজ টিকে আছে এবং উন্নতি করছে। অন্যদিকে, যেসব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবর্তে সংঘাত এবং দাবিদাওয়া চলছে, সেখানে গৃহযুদ্ধ, সামাজিক বিভাজন এবং অর্থনৈতিক বিধ্বস্ত অবস্থা বিরাজ করছে।”
তিনি আরও বলেন, ‘‘এক বছর ইতিমধ্যে অতিবাহিত, কিন্তু নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশকে ডেমোক্রেটিক অর্ডারে নেওয়া হয়নি। এর কারণে দেশে সংকট ক্রমশ প্রকট হচ্ছে। সরকার, জনগণ ও প্রশাসনের মধ্যে কোন সেতুবন্ধন নেই। আইন-শৃঙ্খলা অর্পিত, ব্যবসা-বাণিজ্য স্থবির, নতুন বিনিয়োগ থেমে গেছে।’’
আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজায় যোগ দিচ্ছেন ৩২ দেশের কূটনীতিক
আন্তর্বর্তীকালীন সরকারের বিনিয়োগ সম্মেলনের উদাহরণ টেনে তিনি বলেন, ‘‘সামিটে কেউ নতুন বিনিয়োগ করেনি। কিন্তু নির্বাচনের ঘোষণা আসার পর বিনিয়োগকারীরা সক্রিয় হচ্ছে।’’
তিনি শুধু রাজনীতিতেই নয়, সব খাতেই গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা জোর দেন। ‘‘বাংলাদেশে দীর্ঘ ১৫-১৬ বছর ধরে গোষ্ঠীভিত্তিক অর্থনীতি গড়ে উঠেছে। রাজনীতি, অর্থনীতি ও সমাজ—সব খাতেই গণতন্ত্রায়ন করতে হবে। নির্বাচনের মাধ্যমে ভোট প্রদান একমাত্র গণতন্ত্র নয়, জনগণের অর্থনৈতিক ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে,’’ বলেন তিনি।
অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে আমীর খসরু বলেন, ‘‘মানব সম্পদ উন্নয়ন হলো সর্বোচ্চ উন্নয়ন। আমাদের লক্ষ্য ১৮ কোটি মানুষকে মানব সম্পদে রূপান্তর করা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫% বিনিয়োগ করা।’’ তিনি আরও বলেন, ‘‘রাজনীতির জবাবদিহিতা বাড়াতে হবে এবং দেশের নাগরিক অধিকার সুনিশ্চিত করতে হবে।’’
আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।





