গুলশানে নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্ট সেবার উদ্বোধন

রাজধানীর গুলশানে নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্ট সেবার উদ্বোধন করেছেন মাননীয় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাসপোর্ট অফিসের বাইরে উদ্যোক্তা নির্ভর নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্ট আবেদন ও নবায়ন সেবা চালু হলো।
বর্তমানে নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্ট ছাড়াও ড্রাইভিং লাইসেন্স, জন্ম ও মৃত্যু নিবন্ধন, এনআইডি সেবা সহ সরকারি দপ্তর, উপজেলা ও জেলা পরিষদের মোট ৪০০ ধরনের সেবা দেওয়া হচ্ছে। এ উদ্যোগকে পাইলট এবং লার্নিং প্রোগ্রাম হিসেবে পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন: আগামী সরকারের জন্য ২৮০টি গাড়ি কিনছে সরকার
এই মাসের শেষে রাজধানীর গুলশান ১, উত্তরা সেক্টর ৬, নীলক্ষেত, রমনা, মোহাম্মদপুর ও বনশ্রীতে একযোগে ১০টি নাগরিক সেবা পাইলট চালু হবে। এর মধ্যে গুলশান ১, উত্তরা এবং নীলক্ষেত কেন্দ্র ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।
প্রতিটি সরকারি সেবাকে এক জায়গায় আনার লক্ষ্যে নাগরিক সেবার মাধ্যমে তৈরি করা হচ্ছে ন্যাশনাল এপিআই কানেক্টিভিটি হাব। এর ফলে নাগরিকদের আর আলাদা আলাদা দপ্তরের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে না, বরং এক জায়গায় সব সেবা পাওয়া যাবে।
আরও পড়ুন: স্ত্রীসহ জি এম কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নাগরিক সেবা কেন্দ্র বাংলাদেশের প্রথম সিটিজেন সার্ভিস কানেক্টিভিটি হাব, যা সরকারি সেবা সহজ, দ্রুত এবং হয়রানিমুক্ত করতে বড় ভূমিকা রাখবে।