‘পিটার হাসের কোম্পানি’ থেকে এলএনজি কিনবে সরকার

বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ঘাটতি কমাতে দীর্ঘমেয়াদি জ্বালানি আমদানি চুক্তি করেছে। মার্কিন বহুজাতিক কোম্পানি **এক্সিলারেট এনার্জি**র সঙ্গে করা এই চুক্তির আওতায় আগামী ১৫ বছরে ধাপে ধাপে প্রায় ১ লাখ কোটি টাকার এলএনজি আমদানি করবে বাংলাদেশ।
এক্সিলারেট এনার্জির সঙ্গে যুক্ত আছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত **পিটার ডি হাস**, যিনি বর্তমানে কোম্পানিটির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে কর্মরত। তিনি রাষ্ট্রদূতের দায়িত্ব ছাড়ার পর থেকেই বাংলাদেশে কোম্পানিটির কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আরও পড়ুন: আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে : সিইসি
চুক্তি অনুযায়ী, এক্সিলারেট এনার্জি ২০৪০ সাল পর্যন্ত বছরে শূন্য দশমিক ৮৫ থেকে এক মিলিয়ন টন এলএনজি** সরবরাহ করবে। ২০২৬-২৭ অর্থবছরে ২৮টি কার্গো আমদানি হবে, পরে প্রতি বছর ১৬টি করে কার্গো আসবে। গড় হিসেবে বার্ষিক খরচ দাঁড়াবে প্রায় ৬০০ মিলিয়ন ডলার।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশে গ্যাস সংকট কমাতে দীর্ঘমেয়াদি চুক্তির অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ফুটবল দল নেপাল থেকে দেশে পৌঁছাতে পারে বিকেল ৩টায় : আইএসপিআর
এর আগে ২০২৩ সালের ২৩ নভেম্বর আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ বিধানের অধীনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতের অন্য কিছু চুক্তি বাতিল করলেও এটি আইনগত কারণে বাতিল করতে পারেনি।
শুল্ক ঘাটতি কমানোর নীতিপত্রে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল, ডিজেল ও এলপিজি আমদানির বিষয়টিও বিবেচনায় রয়েছে। মার্কিন গালফ কোস্ট রিফাইনারি থেকে দীর্ঘমেয়াদি আমদানি চুক্তির সুপারিশও করা হয়েছে।