স্বাস্থ্যের আলোচিত দুর্নীতিবাজ মিঠু গ্রেফতার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:১০ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতির অন্যতম হোতা হিসেবে পরিচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাহিদাপত্রের ভিত্তিতে মিঠুকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে দুদকের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: ফুটবল দল নেপাল থেকে দেশে পৌঁছাতে পারে বিকেল ৩টায় : আইএসপিআর

সম্প্রতি দুদক মিঠুর বিরুদ্ধে প্রায় ৭৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা অনুমোদন দিয়েছে। সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লেক্সিকোন মার্চেন্ডাইস ও টেকনোক্রেট নামে দুটি প্রতিষ্ঠানের মালিক মিঠু বিভিন্ন উপায়ে জমি, ফ্ল্যাট, প্লট ও বাড়ি নির্মাণসহ প্রায় ১৮ কোটি টাকার স্থাবর সম্পদ সংগ্রহ করেছেন। এছাড়া বিভিন্ন কোম্পানিতে শেয়ার, গাড়ি, ব্যাংক হিসাব, স্বর্ণালংকার ও ইলেকট্রনিক সামগ্রীসহ আরও প্রায় ৫৭ কোটি টাকার অস্থাবর সম্পদ পাওয়া গেছে। সব মিলিয়ে স্থাবর ও অস্থাবর সম্পদের মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৫ কোটি ৮৫ লাখ টাকা।

আরও পড়ুন: ‘পিটার হাসের কোম্পানি’ থেকে এলএনজি কিনবে সরকার

এ ছাড়া তার নামে পারিবারিক ব্যয় ধরা হয়েছে ৭১ কোটি টাকার বেশি। বৈধ উৎসে পাওয়া গেছে প্রায় ৭১ কোটি ৪৯ লাখ টাকা। হিসাব অনুযায়ী, তার অবৈধ সম্পদের পরিমাণ প্রায় ৭৬ কোটি টাকা। এ কারণে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২০১৬ সালে আলোচিত পানামা পেপারস কেলেঙ্কারিতেও মিঠুর নাম উঠে আসে। অভিযোগ রয়েছে, স্বাস্থ্যখাতে মালামাল সরবরাহ ও উন্নয়ন প্রকল্পের নামে প্রভাব খাটিয়ে তিনি বিপুল অর্থ আত্মসাৎ করেন।