জবি চলচ্চিত্র সংসদের সভাপতি শাহারিয়া, সম্পাদক উছমান

Sadek Ali
আরাফাত চৌধুুরী, জবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:৩৩ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চলচ্চিত্র সংসদের কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৬ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।  এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী শাহারিয়া জাহান  এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের একই সেশনের শিক্ষার্থী উছমান গনি।

বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের মডারেটর ও  উপদেষ্টারা এই কমিটির অনুমোদন দেন। এর আগে গত ২৯ আগষ্ট (শুক্রবার) উৎসবমুখর পরিবেশে নির্বাচনের মধ্য দিয়ে এই কমিটি নির্বাচিত করা হয়।

আরও পড়ুন: জামায়াতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ব্যালট পেপার মেশিন কেনা হয়েছে, ছাত্রদল সমর্থিত ভিপি শেখ সাদী

কমিটিতে অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী অভিজিৎ রায় ও সাংগঠনিক সম্পাদক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফারহান পুষান, অর্থ সম্পাদক ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী একরাম আহমেদ শিশির এবং দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী নাগীপ হাসান ।

এছাড়াও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন তন্নি, প্রচার ও জনসংযোগ সম্পাদক নাট্যকলা বিভাগের শিক্ষার্থী রাজিন সালেহ, অনুষ্ঠান ও কর্মশালা সম্পাদক ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী মাহিমা রহমান নিধি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী জুন নুরাইন জুনায়েদ এবং এক্সিকিউটিভ সদস্য উম্মে হাফসা কাশফি, নাইম আহমেদ, রাতুল হাসান সোহেব, তাসফিকুর রহমান প্লাবন ও শুভ নাথ।

আরও পড়ুন: জাকসুর ২ হলে ভোটগ্রহণ বন্ধ