সাতক্ষীরায় ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৮ জন

১২০ টাকা সরকারি ফি দিয়ে ঘুষ, দালাল কিংবা সুপারিশ ছাড়াই পুলিশের চাকরি পেলেন সাতক্ষীরার ২৮ জন নারী-পুরুষ।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচিত প্রার্থীরা জানান, দীর্ঘদিনের পরিশ্রম ও প্রস্তুতির ফল এবার তারা পেয়েছেন।
আরও পড়ুন: ফেনীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও লাইসেন্স না থাকায় ২ ফার্মেসিকে জরিমানা
বাবাকে ছোটবেলায় হারানোর পর মামার বাড়িতে বড় হয়েছি। বিনা টাকায় চাকরি পাব, এটা কোনোদিন ভাবিনি। আজ আমি খুব খুশি। মাকে সহায়তা করতে পারব, এটা আমার জন্য গর্বের। এভাবে নিজের অনুভূতি জানালেন সাতক্ষীরার নাজমুন নাহার লিজা। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে প্রথমবার অংশ নিয়েই বাংলাদেশ পুলিশের চাকরি পেয়েছেন তিনি।
পাটকেলঘাটার কৃষক পরিবারের সন্তান মাহফুজুর রহমান বলেন, ২০২৩ সাল থেকে চেষ্টা করছি। অবশেষে ২০২৫ সালে চাকরি পেলাম। নিজের যোগ্যতায় চাকরি পেয়ে আমি গর্বিত। বিলকিস সুলতানা বলেন, প্রথমবার অংশ নিয়েই চাকরি পেয়েছি মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসেবে এটি আমার বড় অর্জন। চাকরি পাওয়া মোঃ তাওহিদুর রহমান বলেন, কোনো আর্থিক লেনদেন ছাড়াই চাকরি পাওয়া গেছে। এখন দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমার স্বপ্ন।
আরও পড়ুন: ফেনীর দাগনভূঞায় ১শ কেজি পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা
নিয়োগ বোর্ডের সভাপতি ও সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত নিয়োগ সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতেই সম্পন্ন হয়েছে। যারা চাকরি পেয়েছেন, তা শুধুমাত্র নিজের যোগ্যতায়। যারা এবার সুযোগ পাননি, তারা যেন ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেন।
চূড়ান্তভাবে ২৮ জন নির্বাচিত হয়েছেন এবং অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে আরও ৬ জনকে। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, নিয়োগ বোর্ডের সদস্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।