টাঙ্গাইলে পাল্টাপাল্টি সমাবেশ ঠেকাতে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলের বাসাইলে একই স্থানে মুক্তিযোদ্ধা ও ছাত্র সমাজের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সমাবেশস্থলের আশপাশে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম এ আদেশ জারি করেন।
আরও পড়ুন: পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে অবরোধ
রোববার বিকেল ৩টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের ঘোষণা দেওয়া হয়। একই সময় একই স্থানে ছাত্র সমাজের ব্যানারে সমাবেশেরও ডাক দেওয়া হয়।
কাদেরিয়া বাহিনীর যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল বলেন, “আমরা আগে অনুমতির জন্য আবেদন করেছি। আমাদের অনুষ্ঠান বানচালের জন্য ছাত্র সমাজ একই সময়ে সমাবেশ ডেকেছে।”
আরও পড়ুন: আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
অন্যদিকে ছাত্র সমাজের আবেদনকারী রনি মিয়া জানান, “আমাদের সমাবেশ হবে শান্তিপূর্ণ। ফ্যাসিস্টদের পুনর্বাসন ঠেকাতে আমরা সমাবেশ করছি। যেকোনো বাধা আসুক, আমরা নির্ধারিত স্থানে সমাবেশ করব।”
বাসাইল থানার ওসি জালাল উদ্দিন জানান, দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাই ভোর ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শহীদ মিনার চত্বরের ৫০০ গজ এলাকায় সব ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, স্লোগান, লাঠিসোঁটা ও অস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় পুলিশ ও সেনাবাহিনী টহল দেবে।