ফেনীর দাগনভূঞায় ১শ কেজি পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফেনীর দাগনভূঞা উপজেলার ছিলেনিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং তিন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহিদুল আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তরের ফেনী কার্যালয়।
আরও পড়ুন: টানা চার দিন অন্ধকারে নবীনগর, বিদ্যুৎ অফিস ঘেরাও করে জনতার বিক্ষোভ
অভিযানে ইউছুপ ট্রেডার্স থেকে ৩৪ কেজি পলিথিন জব্দ ও ২ হাজার টাকা জরিমানা, মেসার্স রুনা রেক্সিন থেকে ৫৬ কেজি পলিথিন জব্দ ও ৩ হাজার টাকা জরিমানা এবং মেসার্স আনোয়ার স্টোর থেকে ৮ কেজি পলিথিন জব্দ ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তানবীর হোসেন জানান, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুদ বন্ধে জোর তদারকি চলছে। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সংযুক্ত দাশ গুপ্তা বলেন, পরিবেশ রক্ষায় সরকার পলিথিন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে।
আরও পড়ুন: ফেনীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও লাইসেন্স না থাকায় ২ ফার্মেসিকে জরিমানা