ইডেনে ভূমিকম্পে দেয়াল ফাটল, রাতে শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে অবস্থান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৫ পূর্বাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:০৩ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকায় সাম্প্রতিক ভূমিকম্পের ধাক্কায় ইডেন মহিলা কলেজের হাসনা বেগম ছাত্রী নিবাসে দেয়ালে ফাটল এবং ছাদের প্লাস্টার খসে পড়ার ঘটনা শিক্ষার্থীদের মধ্যে মারাত্মক আতঙ্ক সৃষ্টি করেছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যার ভূমিকম্পের পর রাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাত ১২টার দিকে নিরাপত্তা আশঙ্কায় ছাত্রীদের একটি বড় অংশ কক্ষ ছেড়ে নিচে নেমে আসে এবং হলের সামনে বিক্ষোভ শুরু করে।

হলের বিভিন্ন কক্ষে নতুন করে সৃষ্টি হওয়া ফাটল আর খসে পড়া প্লাস্টার দৃশ্যমান হওয়ায় শিক্ষার্থীরা হল ভবনকে ঝুঁকিপূর্ণ বলে দাবি করেন। তাদের মতে, সাম্প্রতিক কয়েক দফা ভূমিকম্পে ভবনের দুর্বল অংশগুলো স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি হল পরিদর্শন করেছেন বুয়েটের বিশেষজ্ঞরা

আবাসিক শিক্ষার্থী মৌ বলেন, কম্পন হওয়ার সঙ্গে সঙ্গেই দেয়ালে বড় ফাটল দেখা যায়। আমরা উপরে থাকার সাহস পাইনি, তাই সবাই নিচে চলে আসি। হল সুপার বলেছেন প্রয়োজনে বঙ্গমাতা হলে থাকতে পারব।

মোকারমা খাতুন নামে আরেক ছাত্রী জানান, অনেক দিন ধরেই আমরা অরক্ষিত ভবনে থাকছি। এবার ভূমিকম্পে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। দ্রুত মেরামত না হলে বিপদ ঘটতে পারে।

আরও পড়ুন: দাবি আদায়ে শিক্ষকদের আল্টিমেটাম: আজ থেকে লাগাতার কর্মবিরতি

হল সুপার রিক্তা আক্তার শিক্ষার্থীদের শান্ত হতে অনুরোধ করে বলেন, যদি কেউ ভয় পেয়ে থাকো, সাময়িক সময়ের জন্য বঙ্গমাতা হলে থাকতে পারো। আগামীকাল কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করবে।

অন্যদিকে অফিস সহকারী মুনমুনের দাবি, “ভবনের যে অংশটি ভেঙে পড়েছে, সেটি আগেই নষ্ট ছিল। তবে পুরো হলকে ঝুঁকিপূর্ণ বলা যাবে না।”

টানা ভূমিকম্পে আতঙ্ক বাড়তে থাকায় শিক্ষার্থীরা হলের কাঠামো পরীক্ষা, ক্ষতিগ্রস্ত জায়গার দ্রুত সংস্কার এবং নিরাপদ আবাসনের নিশ্চয়তা দেওয়ার দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাগুলো জানানো হলেও সেগুলো গুরুত্ব পায়নি।