ফেনীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও লাইসেন্স না থাকায় ২ ফার্মেসিকে জরিমানা

ফেনীতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ২ ফার্মেসি মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ ১১ সেপ্টেম্বর দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এ জরিমানা করেন।
আরও পড়ুন: চাঞ্চল্যকর আলম হত্যাকাণ্ড: নিজ ছেলের হাতেই বৃদ্ধ পিতা খুন
সূত্রে জানা গেছে, আজ দুপুরে ফেনীর মহিপাল এলাকায় ভেজাল বিরোধী অভিযানে গিয়ে আলেয়া মেডিকেল হল থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়, এ অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় সততা ফার্মেসিতে লাইসেন্স না থাকায় মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা পুলিশের একটি টিম সহায়তা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম জানান, জেলা ব্যাপী ভোক্তা অধিকার রক্ষায় ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে।
আরও পড়ুন: টানা চার দিন অন্ধকারে নবীনগর, বিদ্যুৎ অফিস ঘেরাও করে জনতার বিক্ষোভ