অবশেষে দেশে ফিরছেন জামাল-রাকিবরা, নেপাল এয়ারপোর্টে পৌঁছেছে
কয়েকদিন আটকে থাকার পর অবশেষে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে তারা নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। সাড়ে ১১টার পর বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন জামাল ভূঁইয়া, রাকিব হাসানসহ জাতীয় দলের খেলোয়াড়রা।
বাফুফে, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস ও সরকারের সম্মিলিত উদ্যোগে দ্রুত সময়ে দলকে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। একই ফ্লাইটে বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও ফিরবেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদুল্লাহ
গত ৯ সেপ্টেম্বর দুপুর থেকে নেপালে চলমান ছাত্র-জনতার আন্দোলনের কারণে সব ফ্লাইট বন্ধ হয়ে যায়। এসময় সরকার পতনের ঘটনাও ঘটে। ফলে বাংলাদেশ দল কাঠমান্ডুর হোটেলে টানা দুই দিন আটকে ছিলেন।
এর আগে ৮ সেপ্টেম্বর আন্দোলনের কারণে বাংলাদেশ দলের অনুশীলন বাতিল হয়। পরে কারফিউ জারি করে নেপাল সরকার, একই সঙ্গে ৯ সেপ্টেম্বরের ম্যাচও বাতিল হয়। খেলোয়াড়দের অবস্থান করা হোটেলের আশপাশেও সহিংসতা দেখা দিলে নিরাপত্তাজনিত কারণে বাইরে বের হতে পারেননি ফুটবলাররা।
আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ
বাংলাদেশ সরকার ও বাফুফে সার্বক্ষণিকভাবে দলের খোঁজখবর রাখছিল। টিম ম্যানেজমেন্ট জানায়, হোটেলবন্দী অবস্থায় খেলোয়াড়রা নিজেদের ফিটনেস ধরে রাখতে হোটেলের জিমে সময় কাটিয়েছেন।





