‘দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে’ অভিযোগ করে রাজপথে থাকার আহ্বান জাহিদ হোসেনের

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত ‘আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ও নির্বাচন বানচালের চক্রান্ত রুখে দাও’ শীর্ষক সমাবেশে তিনি এ আহ্বান জানান।
জাহিদ হোসেন বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। আমরা ঐক্যকে দৃঢ় করব এবং রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করব। আগামী দিনের বাংলাদেশ কেমন হবে—তা বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে স্পষ্ট করা হয়েছে। সেখানে স্বাস্থ্য, কৃষি, আইন, প্রশাসনসহ জনগণের মৌলিক চাহিদা মেটানোর পূর্ণ রূপরেখা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচন ছাড়া অন্তর্বর্তী সরকারের সব অর্জন বৃথা: সালাহউদ্দিন
তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ প্রতিষ্ঠার অভিযাত্রায় ১২ দলীয় জোটসহ গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।
সমাবেশে সভাপতিত্ব করেন ১২ দলীয় জোটের সমন্বয়ক মোস্তফা জামাল হায়দার এবং সঞ্চালনা করেন তমিজ উদ্দিন টিটু। এতে আরও বক্তব্য দেন এলডিপির একাংশের শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় পার্টি (কাজী জাফর) আহসান হাবিব লিংকন, কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।