মানবাধিকার পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ ইউরোপীয় পার্লামেন্টের
বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। নানা চ্যালেঞ্জ সত্ত্বেও গণতন্ত্র রক্ষায় বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে বলে তারা মন্তব্য করেছেন।
বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে এসব মন্তব্য করেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার উপকমিটির চেয়ারম্যান মুনির সাতুরির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বৈঠকে মানবাধিকার সুরক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার এবং ২০২৬ সালের জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে
এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে ইউরোপীয় ইউনিয়নের কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা। জবাবে ইইউ প্রতিনিধি দল সরকারের সংস্কার পদক্ষেপ, উন্মুক্ততা এবং জনগণের ভোটাধিকার রক্ষার প্রচেষ্টাকে স্বাগত জানায়।
রোহিঙ্গাদের জন্য ধারাবাহিক মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। তারা আজ কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে আগামী ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবেন।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি





