জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে নির্বাচন প্রতিহত করার হুঁশিয়ারি চরমোনাই পীরের

জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে নির্বাচন আয়োজন করা হলে জনগণ তা সম্মিলিতভাবে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (চরমোনাই পীর)।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বাড্ডা ইউলুপ সংলগ্ন মেইন রোডে পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।
আরও পড়ুন: সেনানিবাসের বাড়ি সাবজেল ঘোষণা প্রসঙ্গে ঢিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
চরমোনাই পীর বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও দেশের মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা নিশ্চিত হয়নি। এজন্য অবিলম্বে পরিবর্তন প্রয়োজন। তিনি সমালোচনার সুরে উল্লেখ করেন, স্বাধীনতা অর্জনের সময় দেশের সামনে যে তিনটি মৌলিক স্লোগান ছিল– সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার– তা এখনো বাস্তবায়িত হয়নি। যারা এতদিন দেশ পরিচালনা করেছে, তারা মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, “চব্বিশের ৫ আগস্টের অভ্যুত্থানের পর দেশে নতুন রাজনৈতিক ক্ষেত্র তৈরি হয়েছে, যা ইসলামের পক্ষের। দেশের মানুষ উপলব্ধি করেছে, আগের শক্তি যদি আবার ক্ষমতায় ফিরে আসে, তবে তারা কোনোদিন মানুষের কল্যাণ নিশ্চিত করবে না।”
আরও পড়ুন: সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
সমাবেশে তিনি জোর দিয়ে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সামনে একটি সুস্পষ্ট নীতি-আদর্শ উপস্থাপন করেছে, যা সর্বশ্রেণির মানুষের অধিকার নিশ্চিত করে। মা, বোন, শ্রমজীবী কিংবা ব্যবসায়ী–সবার জন্য ন্যায়, মর্যাদা ও সাম্যের অধিকার প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।
চরমোনাই পীর বলেন, “আমাদের আন্দোলন শুধু রাজনৈতিক নয়, বরং নৈতিক ও সামাজিক পরিবর্তনের আন্দোলন। আমরা চাই দেশের প্রতিটি নাগরিক যেন তার অধিকার বুঝতে পারে। যারা ক্ষমতা দখল করেছে, তারা জনগণের আশা পূরণে ব্যর্থ হয়েছে। তাই পরিবর্তন এখন সময়ের দাবি।”
তিনি আরও জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে নীতি-আদর্শের পথে থেকে জনগণের অধিকার রক্ষা ও দেশের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাবে।