মোহাম্মদপুর জোনের এসি সহ তিন পুলিশ কর্মকর্তা ক্লোজড

ছবিঃ সংগৃহীত
দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসানসহ তিন কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে। ডিএমপির এক বার্তায় বলা হয় কর্তব্যকর্মে অবহেলার অভিযোগ এনে প্রশাসনিক কারণ দেখিয়ে মোহাম্মদপুর অপরাধ অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসানকে ডিএমপি হেডকোয়ার্টারে সংযুক্ত, ইন্সপেক্টর (অপস) আলীম ও ডিউটি অফিসার এসআই মাসুদকে লাইনওয়ারে ক্লোজড করা হয়েছে।