মাজার ভাঙা ও অগ্নিসংযোগে সরকারের নীরবতা মারাত্মক দুর্বলতা: ফরহাদ মজহার
দেশজুড়ে একের পর এক মাজার ভাঙা ও অগ্নিসংযোগের ঘটনায় সরকারের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভাব বৈঠকি’ আয়োজিত প্রতিবাদ সভা ও মানববন্ধনে তিনি বলেন, “মাজার ভাঙা একটি ফৌজদারি অপরাধ। অথচ এখন পর্যন্ত সরকার এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার বা বিচারের আওতায় আনেনি। এটা সরকারের মারাত্মক দুর্বলতা।”
আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে
তিনি আরও বলেন, “একজন মৃত ব্যক্তির লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা শুধু মানবাধিকার নয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের চূড়ান্ত উদাহরণ।” ফরহাদ মজহারের দাবি, এসব ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে।
গণতন্ত্র তখনই টিকে থাকে, যখন ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত হয় উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার সরকারকে নিশ্চিত করতে হবে। কিন্তু সরকার এখন সে দায়িত্ব পালন করছে না।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি
প্রতিবাদ সভা থেকে আগামী ৩ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে "জাতীয় সুফি ঐক্য"-র ব্যানারে একটি জাতীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, শিগগিরই ধর্ম, সংস্কৃতি ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে এসব ঘটনায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে।





