সংসদ নির্বাচনে মাঠে থাকবে ১ লাখ সেনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এক লাখ সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ছাড়া নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও আনসারসহ সব বাহিনীর সদস্যও মাঠে থাকবে।
বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের ১১ জেলার জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণই নির্বাচনের মূল শক্তি। জনগণ যখন নির্বাচনের দিকে মুখ ফিরিয়ে নেবে, তখন সেটি কেউ আটকাতে পারবে না। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ শুরু হয়েছে এবং সদস্য সংখ্যা ৩০ হাজার থেকে বাড়িয়ে এক লাখে উন্নীত করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, জনগণের অংশগ্রহণই এখানে মুখ্য। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সমঝোতা হয়, তবে তা ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি নির্বাচন কমিশনের আইন ও ব্যবস্থাপনা এবং গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা
অস্ত্র উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, পুলিশের সফলতায় ইতোমধ্যে অনেক অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধারের কাজ চলবে।
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল প্রসঙ্গে তিনি বলেন, “আমরা চেষ্টা করছি তাদের আইনের আওতায় আনতে। যাতে সহজে জামিন না পায়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে। নির্বাচনের সময় রাজনৈতিক কর্মকাণ্ড বাড়লেও ছোটখাটো এসব মিছিল আর হবে না।”
আসন্ন দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। পূজার ধর্মীয় পবিত্রতা রক্ষায় সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে কোনো হুমকির মুখে নেই। যত দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানো যাবে, তত দ্রুত সমস্যার সমাধান হবে।