জুলাই শহীদ পরিবারের জন্য আরেকটি সুখবর দিল সরকার

জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া দেশপ্রেমিকদের পরিবারের সন্তানদের জন্য সরকারের পক্ষ থেকে বিনা খরচে পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
রোববার (২০ অক্টোবর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সমন্বয় শাখার সহকারী পরিচালক মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক স্মারকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো নির্দেশনার বরাতে বিষয়টি জানানো হয়েছে।
আরও পড়ুন: গোলাম পরওয়ারের বক্তব্যকে 'ঔদ্ধত্যপূর্ণ ও অসদাচরণ' বলছে এনসিপি
স্মারকে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে অসংখ্য দেশপ্রেমিক নারী-পুরুষ ও শিক্ষার্থী জীবন উৎসর্গ করেছেন। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ পরিবারের সন্তানদের শিক্ষাজীবন অব্যাহত রাখার লক্ষ্যে এই অবৈতনিক শিক্ষা সুবিধা চালু করা হচ্ছে।
নির্দেশনা অনুযায়ী, দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটসহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন সব প্রতিষ্ঠানে শহীদ পরিবারের সন্তানদের বিনা খরচে পড়াশোনার ব্যবস্থা নিতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, প্রত্যাশা প্রধান উপদেষ্টার