তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য সঠিক নয়: প্রেস উইং
অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে সোমবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানিয়েছে, সরকারের নীতি ও সংস্কার কার্যক্রম নভেম্বরের মধ্যেই শেষ হবে— এ তথ্য সঠিক নয়।
প্রেস উইং থেকে পাঠানো এক সরকারি বিবৃতিতে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। বস্তুত, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করার কোনো সিদ্ধান্ত নেই। সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।”
আরও পড়ুন: বৈষম্য-বঞ্চনার শিকার তথ্য কর্মকর্তারা
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিতভাবে দায়িত্ব পালন করবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে।”
এর আগে শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরেই শেষ হবে এবং সরকারের নীতি-সংস্কার প্রণয়নের কাজও নভেম্বরের মধ্যেই সম্পন্ন করা হবে। গণমাধ্যম সংস্কার কমিশনের ২৩টি প্রস্তাবের মধ্যে ১৩টি বাস্তবায়নের উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে। তবে সময়সীমা কম— নভেম্বরের পর ক্যাবিনেট মিটিং আর হবে না, তাই তখন আর এসব বাস্তবায়ন সম্ভব হবে না। উক্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা সর্বাগ্রে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সরকারি বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার দেশের প্রশাসনিক ধারাবাহিকতা ও সংস্কার কার্যক্রম বজায় রাখতে বদ্ধপরিকর। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত নীতিগত কাজ চলমান থাকবে।





