রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আগুন, ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে এ আগুন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টা ৩২ মিনিটের দিকে হঠাৎ সেখানকার কর্মরত শ্রমিকেরা আগুন জ্বলতে দেখে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়েই মাত্র ৩০০ গজ দূরে অবস্থিত ফায়ার স্টেশন থেকে কয়েক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে। পরে রূপপুর মডার্ন, গ্রীন সিটি, রূপপুর অস্থায়ী ও ঈশ্বরদী ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে ১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন, গুমে মৃত্যুদণ্ডের বিধান’
তবে এ ঘটনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কোনো ক্ষতি হয়নি এবং হতাহতের কোনো ঘটনাও ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের এক পাশে কার্টন ও কাঠের ময়লার স্তুপ ছিল। সেই পরিত্যক্ত কার্টন ও কাঠের ময়লার স্তূপেই আগুন লাগে।
আরও পড়ুন: চট্টগ্রামে দুই সন্ত্রাসী দলের সংঘর্ষ, বিএনপি বিষয়টিকে সহজভাবে নিচ্ছে না: আমীর খসরু
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মডার্ন ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।’





