পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, বালিচাপা দিয়ে লুকিয়ে রাখেন স্বামী

Sadek Ali
শেখ ইমন আহমেদ, মাধবপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:১২ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:১২ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ বালিচাপা দিয়ে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে রাজন মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে আদালতে আত্মসমর্পণ করতে গেলে পুলিশ তাকে আটক করে।

আরও পড়ুন: রাতে শীত দিনে তাপ, বাড়ছে রোগীর চাপ

রাজনের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ নোয়াপাড়া করড়া গ্রামের একটি পরিত্যক্ত জায়গা থেকে বালিচাপা অবস্থায় তার স্ত্রী শাপলা বেগমের (১৯) মরদেহ উদ্ধার করে।

নিহত শাপলা বেগম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের সুমন মিয়ার মেয়ে। অভিযুক্ত রাজন মিয়া হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়ি এলাকার কাজল মিয়ার ছেলে। দাম্পত্য জীবনের শুরু থেকেই তারা চাকরির সুবাদে মাধবপুরের নোয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

আরও পড়ুন: নেত্রকোনায় সাবেক চেয়ারম্যানসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতা গ্রেপ্তার

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। সোমবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে রাজন মিয়া ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে লাশ বালির নিচে পুঁতে রাখে।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক স্বামী রাজন মিয়াকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ চলছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।