ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত ৩০৭
দেশে ডেঙ্গু পরিস্থিতি অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৭ জনে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১,০৩৪ জন নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে এ বছর সর্বোচ্চ মৃত্যু, ২৪ ঘন্টা ১০ জন
এর মধ্যে ঢাকা মহানগরীতে ৩৭১ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৮৮ জন, বরিশালে ১৩৪ জন, চট্টগ্রামে ১০৩ জন, খুলনায় ৫৫ জন, ময়মনসিংহে ৬৬ জন, রাজশাহীতে ৭৯ জন, রংপুরে ৩৩ জন এবং সিলেটে ৫ জন ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত দেশে ৭৬ হাজার ২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন ভর্তি ১১০১ জন
বিশেষজ্ঞরা বলছেন, চলমান আবহাওয়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব ডেঙ্গু বিস্তারে ভূমিকা রাখছে। তারা সবাইকে সতর্ক থাকার পাশাপাশি নিয়মিত বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন।





